মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ জমিয়ত ঘোষিত ৫ লাখ রুপি পুরস্কার হাতে পেলেন মুসকান খান
জসিম উদ্দিন 09 February, 2022 08:24 PM
জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী ঘোষিত ৫ লাখ রুপি পুরস্কার ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটক রাজ্যের পিইএস কলেজ অব আর্টস, সাইন্স অ্যান্ড কমার্স’র বাণিজ্য বিভাগের শিক্ষার্থীমুসলিম ছাত্রী মুসকান খানের হাতে তুলে দেওয়া হয়েছে। আজ (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা নাগাদ সাহসী ওই তরুণীর হাতে সাইয়েদ মাহমুদ আসআদ মাদানীর পুরস্কারের পাঁচ লাখ রুপি তুলে দেয়া হয়। পুরস্কার গ্রহণের সময় মুসকান খানের পরিবারের সদস্যরা ও জমিয়ত উলামা কর্ণাটকের নেতৃস্থানীয় ওলামায়ে কেরাম।
জমিয়ত উলামা হিন্দ কর্ণাটক রাজ্যের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন বাজলী কাসেমী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, মাওলানা সাইয়েদ মাহমুদ আসআদ মাদানীর নির্দেশে মাওলানা মুফতি ইফতিখার আহমদ কাসেমীর একটি প্রতিনিধি দল জমিয়ত উলামায়ে হিন্দ ঘোষিত ৫ লাখ টাকার চেক মুসকানের কাছে হস্তান্তর করে। এর আগে, বিকালে জমিয়ত উলামা হিন্দ কর্ণাটক রাজ্যের সভাপতি মুফতি আহমদ কাসেমীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মেন্ডিয়া জেলায় মুসকানের বাড়িতে পৌছেন। প্রতিনিধি দলে ছিলেন, জমিয়ত উলামা হিন্দ কর্ণাটক রাজ্যের সাধারণ সম্পাদক মাওলানা শামসুদ্দীন বাজলী কাসেমী, সদস্য, তাফহীমুল্লাহ মারুফ, রিজওয়ান বদর, সাজিদ আখতার, মেন্ডিয়া জেলা সভাপতি মুফতি রিদওয়ান, সাধারণ সম্পাদক মাওলানা জবিহুল্লাহসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, কর্নাটকের প্রবেশের সময় গেরুয়া বাহিনীর কাছে উপহাসের শিকার হন মুসলিম ছাত্রী মুসকান খান। উগ্র হিন্দুত্ববাদী নানা স্লোগানে তাকে ভয় দেখানোর চেষ্টা করেন তারা, কিন্তু তিনি ভড়কে না গিয়ে উল্টো সাহসী এক প্রতিবাদ করেছেন। ‘আল্লাহু আকবার’ বলতে বলতে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। বিবি মুসকান খানের সাহসী এই পদক্ষেপের জন্য তাৎক্ষণিক নগদ ৫ লাখ রুপি পুরস্কার ঘোষণা করে জমিয়তে উলামায়ে হিন্দ প্রধান আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানী। তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে এ ঘোষণা দেয়া হয়। পোস্টে ওই তরুণীকে অভিনন্দন জানিয়ে বলা হয়, কর্ণাটক পিইএস কলেজ মান্ডিয়ার সাহসী ছাত্রী মুসকান খানকে তার সাহসী প্রতিবাদের জন্য আন্তরিক অভিনন্দন। তিনি নিজের সাহসের মাধ্যমে নিজের সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের পক্ষে আওয়াজ তুলেছেন। তার উজ্জ্বল ভবিষ্যত কামনা করে জমিয়তে উলামায়ে হিন্দের পক্ষ থেকে এই সাহসী কন্যাকে উৎসাহের জন্য নগদ পাঁচ লাখ রুপি পুরস্কার ঘোষণা করা হলো।
গত মাসে উদুপি জেলার সরকারি বালিকা পিইউ কলেজে ছয়জন মুসলিম ছাত্রীকে হিজাব পরার কারণে শ্রেণিকক্ষের বাইরে বসতে বাধ্য করা হয়। সেই সময় কলেজ প্রশাসন জানায়, ইউনিফর্মের অংশ নয় হিজাব এবং ওই ছাত্রীরা কলেজের নিয়ম লঙ্ঘন করেছে। ছাত্রীদের ক্লাসে হিজাব পরার বিষয়ে আপত্তি জানায় স্থানীয় ডানপন্থী বিভিন্ন গোষ্ঠী। পরে এই রাজ্যের অন্যান্য এলাকাতেও হিজাব পরার বিরুদ্ধে গেরুয়া ওড়না পরে অনেক শিক্ষার্থী অবস্থান নিয়ে আন্দোলন শুরু করে। তারা কলেজে হিজাব নিষিদ্ধের দাবি তোলে এবং হিজাববিরোধী বিভিন্ন ধরনের স্লোগান দেয়।