রহমত ডেস্ক 07 February, 2022 07:59 PM
পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় পল্টন থানায় করা মামলায় বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ দশজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ (৭ ফেব্রুয়ারি) সোমবার ঢাকা মহানগর হাকিম শহিদুল ইসলামের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন, বিএনপির নেতা মোহাম্মদ আলী মান্নান, মো.মফিকুল ইসলাম, সোহেল শিকদার, জহিরুল ইসলাম, কাজী ইমতিয়াজ আহমেদ টিপু, মিন্টু, ফারহান আলী রছি, মনিরুল ইসলাম সজল ও সাদেকুর রহমান।
এদিন আসামিদের আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠুতদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এসময় আসামি পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন উপপরিদর্শক জাহিদুল আলম। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নাকচ করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনুসহ অন্য নেতাকর্মীকে আটক করে পুলিশ। এরপর পল্টন থানায় ৬২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ জনের বিরুদ্ধে মামলা করেন উপপরিদর্শক কামরুল হাসান।