রহমত ডেস্ক 07 February, 2022 08:22 AM
গুম ও মৃত্যু পরিহাসের বিষয় নয় উল্লেখ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, জাতিসংঘের কোনও কোনও প্রতিষ্ঠান গুমের তালিকায় যে নাম দিয়েছিল, তাদের অনেকের ভূমধ্যসাগরে সলিল সমাধি হয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য গুমকে অস্বীকার করার নিষ্ঠুর কৌশল। মানুষের জীবনকে কেবলমাত্র জীবন রূপেই বিবেচনা করতে হবে, সরকারের রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে নয়।
রবিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, সরকার গুম ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে কেবল অপপ্রচার হিসেবে বিবেচনা করছে। অভিযোগের সত্যতা বা পরিস্থিতি উন্নয়নের প্রয়োজনীয়তা স্বীকার করছে না, যা ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে, বলে মনে করেন জেএসডি নেতারা।
‘গুম এবং মৃত্যু’কে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উপায় হিসেবে ব্যবহার না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আ স ম রব বলেন, নাম-ঠিকানা ও পরিচয়সহ গুম ও ভূমধ্যসাগরে মৃতদের পৃথক পৃথক তালিকা অবিলম্বে জাতির সামনে প্রকাশ করুন।