রহমত ডেস্ক 06 February, 2022 08:47 AM
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরের সন্ত্রাসী মশিউরের আস্তানায় পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ কয়েকজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এসময় কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়।
শনিবার (০৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার। এর আগে, ৯টার দিকে এ অভিযান শুরু হয়। তাৎক্ষণিকভাবে আটকদের পরিচয় জানা যায়নি।
র্যাবের এ কর্মকর্তা জানান, রাত ৯টার দিকে জঙ্গল সলিমপুরের ত্রাস সন্ত্রাসী মশিউরের আস্তানায় অভিযান শুরু করে র্যাব। ওই সময় র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়। আজ রবিবার ১১টায় ব্যাটালিয়ান সদর দপ্তর পতেঙ্গায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।
র্যাব জানায়, অস্ত্র বেচাকেনা, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, অপহরণ, জমি দখল ও আধিপত্য বিস্তারসহ জঙ্গল সলিমপুরে নানা ধরণের সন্ত্রাসী কার্যক্রমের হোতা মশিউর। এসব অপরাধে তার বিরুদ্ধে ২৭টির বেশি মামলা রয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নতুন করে মামলা হয় বলেও জানান তিনি।