মূল পাতা আন্তর্জাতিক ইরানের ৫০ জন সংসদ সদস্য করোনায় আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক 06 February, 2022 07:37 AM
ইরানের ২৯০ আসনের সংসদের মধ্যে প্রায় ৫০ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (০৫ ফেব্রুয়ারি) দেশটির সিনিয়র এক সংসদ সদস্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। এ পরিস্থিতিতে চলতি সপ্তাহের সংসদীয় অধিবেশন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সংসদ সদস্য আলীরেজা সালিমি।
গত এপ্রিলে সংসদ সদস্যদের মধ্যে করোনার প্রাদুর্ভাবের কারণে দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছিল সংসদ অধিবেশন। মহামারির শুরুর দিকে কয়েকজন আইনপ্রণেতা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যান।
এছাড়া দেশটিতে করোনার গণটিকা দেয়ার পর সংক্রমণের হার কিছু দিনের জন্য কমতে শুরু করেছিল। সম্প্রতি দেশটিতে প্রতিদিন গড়ে ৩০ হাজারের বেশি মানুষ নতুন শনাক্ত হচ্ছে।
উল্লেখ্য, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ১৩০ জন। এ নিয়ে করোনা শুরু হওয়ার পর প্রায় ৮ কোটি মানুষের দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ৬৫ লাখের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৩২ হাজারের বেশি মানুষের।