মূল পাতা আন্তর্জাতিক মার্কিন প্রতিরক্ষা দপ্তরে ঢুকে পড়ায় মুরগি আটক!
আন্তর্জাতিক ডেস্ক 06 February, 2022 02:10 PM
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নিরাপত্তা এলাকায় ঢুকে পড়ায় একটি মুরগিকে আটক করা হয়েছে। রীতিমতো হইচই পড়ে গেছে বিষয়টি নিয়ে। এ ঘটনার তথ্য ও ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও।
জানা গেছে, গত সোমবার সকালে ওয়াশিংটন ডিসির উপকণ্ঠে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের প্রধান কার্যালয়ের এলাকায় মুরগিটিকে পাওয়া যায়। পরে একটি প্রাণী কল্যাণ সংস্থার হাতে তুলে দেওয়া হয় ‘আসামি’ ওই মুরগিকে। মুরগিটির একটি ‘হেনি পেনি’ নাম দিয়েছে পেন্টাগনের কর্মীরা।
প্রাণী কল্যাণ সংস্থাটির মুখপাত্র চেলসা জনস বলেন, তবে মুরগিটিকে ধরার প্রকৃত স্থানটি কোথায়, তা তিনি জানাতে চাইছেন না। তিনি বলেন, প্রকৃত স্থানটি কোথায় সেটি সম্পর্কে বলার অনুমতি তাদের নেই। তবে মুরগিটিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই পাওয়া গেছে।
কখন মুরগিটি সেখানে প্রবেশ করে এবং কী করে এলো সে বিষয়গুলো এখনও স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান