| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি নেতা মজনুসহ ২০-২৫ জনকে আটকের অভিযোগ


বিএনপি নেতা মজনুসহ ২০-২৫ জনকে আটকের অভিযোগ


রহমত ডেস্ক     06 February, 2022     10:25 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করা হয়েছে। আজ (৬ ফেব্রুয়ারি) রবিবার রাতে দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ  অভিযোগ করে বলেন, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল ইসলাম মজনুকে নয়াপল্টন থেকে আটক করেছে পুলিশ। নয়াপল্টনে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে মজনুসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পুলিশ বিএনপির কেন্দ্রীয় ও মহানগর কার্যালয় ঘেরাও করে রেখেছে পুলিশ।

রাজধানীর রূপনগর এলাকায় কর্মিসভায় পুলিশের বাধা দেওয়ার অভিযোগ তুলে রবিবার সন্ধ্যায় নয়াপল্টনে প্রতিবাদ মিছিল করে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় পুলিশ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বেশকিছু সময় ধরে পুলিশ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপ চলে। এ সময় পুলিশসহ কয়েকজন আহত হন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল জানিয়েছেন, রূপনগরে আমাদের কর্মিসভায় পুলিশ হামলা করে। এতে আমিসহ কয়েকজন আহত হই। এ ঘটনার প্রতিবাদে নয়াপল্টনে মিছিল বের করলে পুলিশ আবার হামলা করে।