মুহাম্মাদ ইয়ামিন 04 February, 2022 09:48 AM
ঢাকা নবাবগঞ্জের অন্তর্গত সোনাহাজরা মুফিযিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ (৪ ফ্রেব্রুয়ারী) শুক্রবার বাদ জুমআ থেকে মাদরাসা প্রাঙ্গণে শুরু হবে ৮৪তম বার্ষিক এ মাহফিল।
এতে আলোচনা করবেন, বাইতুল মামুর সাইন্স ল্যাবরেটরী জামে মসজিদের খতিব মাওলানা হাসান জামিল, এলিফ্যান্ট রোড জামে মসজিদের খতিব মাওলানা ইলিয়াস ইবরাহীম বিক্রমপুরী, ঢাহার নবাবগঞ্জ কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ওলি উল্লাহ বিক্রমপুরী ও মুহাম্মাদপুর মাদরাসার মুহতামিম মাওলানা আবুল কাশেম আশরাফী-সহ দেশের খ্যাতিমান ইসলামী চিন্তাবিদ ও শীর্ষস্থানীয় উলামা মাশায়েখগণ।
এদিকে মাহফিলটি হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাদরাসর প্রাক্তন ছাত্র সাইফুল ইসলাম সজিব জানান, আলহামদুলিল্লাহ প্রতিবছরের ন্যায় এবারও মাহফিলটি হচ্ছে। মাহফিলটি চলবে ফজর পর্যন্ত। ফজরের পর দোয়ার মাধ্যমে মাহফিলটি এ মৌসুমের জন্য শেষ হবে। আমিও উপস্থিত থাকবো ইনশাআল্লাহ।
দলমত নির্বিশেষে সকলকে মাহফিলে দলে দলে অংশগ্রহণ করে অশেষ নেকী হাসিলের জন্য অনুরোধ জানিয়েছেন মাহফিল কর্তৃপক্ষ। মাহফিলে মহিলাদের ওয়াজ শোনার সু-ব্যবস্থা করা হয়েছে।