রহমত ডেস্ক 02 February, 2022 04:17 PM
বান্দরবানে অগ্নিদগ্ধ হয়ে আদিবাসী দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন মেনরাই ম্রো নামে একজন। জেলার আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ায় এ ঘটনা ঘটে।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রেংনং ম্রো (৩৬) ও রিংরাও ম্রো (৩২)। তারা উভয়ই আলীকদম উপজেলার ৭নং ওয়ার্ড কলার ঝিরি লাংড়ি মুরুং পাড়ার বাসিন্দা।
নিহত রিংরাও ম্রোর ভাই প্রেনচুন ম্রো জানান, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাতে নিহতরা মদ্যপ অবস্থায় মেনরাই ম্রোর ঘরে ঘুমাচ্ছিল। পরে মধ্যরাতে আগুন লেগে ঘরসহ রেংনং ম্রো ও ও রিংরাও ম্রো পুড়ে মারা যান। কুপি বাতির আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন সরকার জানান, নিহতরা রাতে মদ্যপান করে ঘুমিয়েছিলেন। এ অবস্থায় কুপি বাতি থেকে ঘরে আগুন লাগলে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে রেংনং ম্রো ও রিংরাও ম্রো মারা যান।