রহমত ডেস্ক 01 February, 2022 12:20 PM
ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনের নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশের সর্বোচ্চ আদালত। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন।
১৯৯৭ সালে ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল নামে এক ব্যক্তি ২৫০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার হওয়ার পর তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন যশোরের স্পেশাল ট্রাইব্যুনাল।
এ রায়ের বিরুদ্ধে বাদলের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট তাকে খালাস দিয়ে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ফেনসিডিল মাদক নয় এবং এটি পরিবহন অপরাধ নয়। এ রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ আপিলের শুনানি শেষে আপিল বিভাগ আজ সকালে হাইকোর্টের সেই রায় বাতিল করে বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখেন এবং জানান ফেনসিডিল মাদক, এটি পরিবহন করা অবৈধ।