| |
               

মূল পাতা সারাদেশ টিকা নিয়েও সাংসদ শিমুল করোনায় আক্রান্ত


টিকা নিয়েও সাংসদ শিমুল করোনায় আক্রান্ত


রহমত ডেস্ক     30 January, 2022     05:41 PM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী নভেল করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলার সাধারণ সম্পাদক ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্যমো. শফিকুল ইসলাম শিমুল।

আজ (৩০ জানুয়ারি) রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে সাংসদ শিমুলের সহকারী একান্ত সচিব প্রভাষক আকরামুল ইসলাম বলেন, সংসদ অধিবেশন শেষ হওয়ার পর গত শুক্রবার (২৮ জানুয়ারি) করোনা পরীক্ষার জন্য এমপি শফিকুল ইসলাম শিমুলের নমুনা দেওয়া হয়। শুক্রবার রাতেই পজিটিভ রিপোর্ট আসে। এমপি শারীরিকভাবে ভালো আছেন। আপাতত জ্বর, সর্দি, মাথা ব্যথা এবং শারীরিক দুর্বলতা ছাড়া অন্য কোনো শারীরিক সমস্যা বা উপসর্গ নেই।

জানা গেছে, এমপি শিমুল করোনার প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন। কিন্তু বুস্টার ডোজ এখেনো নেননি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে করোনা মোকাবিলায় নাটোরের সাধারণ কর্মহীন মানুষের পাশে থেকে কাজ করেছেন তিনি। দিন-রাত পরিশ্রম করে মানুষকে নিজস্ব তহবিল থেকে খাদ্য সহায়তা ও সুরক্ষা সামগ্রী প্রদান করেছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী নাটোর নাটোর সদর