| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল কিউকেআই’র ‘হোমিওপ্যাথি শিক্ষা ও সেবা’ শীর্ষক আনলাইন আলোচনা সভা’


কাল কিউকেআই’র ‘হোমিওপ্যাথি শিক্ষা ও সেবা’ শীর্ষক আনলাইন আলোচনা সভা’


জামিল আহমদ     30 January, 2022     10:51 PM    


কওমী কারিগরি ইনস্টিটিউটের উদ্যোগে ‘হোমিওপ্যাথি শিক্ষা ও সেবা শীর্ষক আনলাইন আলোচনা সভা’ আগামীকাল (৩১ জানুয়ারি) সোমবার রাত ৯টায় অনুষ্ঠিত হবে। যা কওমী কারিগরি ইনস্টিটিউটের অফিসিয়াল ফেসবুক পেইজে সরাসরি সম্প্রচার হবে।  

এতে ভার্চুয়ালী যুক্ত আলোচনা করবেন, বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রভাষক ডা. এম এস শিকদার, (বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দিল্লি, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, আমেরিকা) স্যাটেলাইট হোমিওপ্যাথি চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসা ডা. মুহাম্মদ সেলিম রেজা, ( বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সিঙ্গাপুর), ডা. আল আমিন আকাশ, ডি.এইচ.এম.এস.বি.এইচ.বি, ঢাকা।

এতে সভাপতিত্ব করবেন, কওমী কারিগরি ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা রুহুল আমীন সাদী। সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন কওমী কারিগরি ইনস্টিটিউটের মহাসচিব মাওলানা মুহাম্মদ মুহিব্বুল্লাহ।