রহমত ডেস্ক 29 January, 2022 07:39 PM
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন বলেছেন, দেশে অনুমোদনহীন আইপিটিভি এবং নিউজ পোর্টালের বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। অনুমোদনহীন টিভি ও নিউজ পোর্টাল যাতে কোনো প্রকার সংবাদ প্রচার করতে না পারে সে বিষয়ে সরকার ইতোমধ্যে নিষেধাষ্ণা জারি করেছে। তথ্য অধিদপ্তর সাংবাদিকদের তথ্য ভাণ্ডার তৈরি করেছে। এ লক্ষে তথ্য অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী পেশাদার সাংবাদিকদের তালিকা প্রস্তুত হচ্ছে। অচিরেই নোয়াখালীতে একটি আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে। এ তথ্য কমপ্লেক্স সাংবাদিকদের তথ্য আদান প্রদানের অন্যতম স্থান হবে।
আজ (২৯ জানুয়ারি) শনিবার দুপুরে নোয়াখালী জেলা তথ্য অফিস কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সরকারের উন্নয়মূলক কর্মকাণ্ড অবহিতকরন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নোয়াখালী সিনিয়র তথ্য অফিসার আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি বখতিয়ার শিকদার, আধুনিক জেলা তথ্য কমপ্লেক্স নির্মাণ প্রকল্পের উপ-পরিচালক মনিরুজ্জামান, সাংবাদিক সামছুল হাসান মিরন, মনিরুজ্জামান চৌধূরী, আবু নাছের মঞ্জু, আবদুর রহিম বাবুল, আকবর হোসেন সোহাগ, মিজানুর রহমান, মানিক ভূঁইয়া, সাইফুর রহমান রাসেল প্রমুখ।
নোয়াখালীর উন্নয়নের বিষয়ে তিনি বলেন, ২ হাজার ১৭০ কোটি ৭৮ লাখ টাকা ব্যয়ে বেগমগঞ্জ-কুমিল্লা আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীতকরন প্রকল্প, ৯৭০ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর বেগমগঞ্জ চৌরাস্তা-সোনাপুর সড়ক চার লেনে উন্নীতকরন, ৭৪৭ কোটি ব্যয়ে নোয়াখালীর চৌমুহনী পূর্ব বাজার-ফেনী সড়ক চার লেনে উন্নীতকরন প্রকল্প, ২৪১ কোটি টাকা ব্যয়ে সোনাইমুড়ী-সেনবাগ-চন্দ্রেরহাট-বসুরহাট সড়ক উন্নীতকরন প্রকল্প, ২৮২ কোটি ১১ লাখ টাকা ব্যয়ে বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন সড়ক, ৪০০ কোটি টাকা ব্যয়ে সোনাপুর-কবিরহাট-কোম্পানীগঞ্জ-দাগনভূইঁয়া সড়ক প্রশস্তকরন, ১৯০ কোটি টাকা ব্যয়ে সোনাপুর-মন্নানগর-চেয়ারম্যান সড়ক প্রশস্তকরন, ১৯০ কোটি টাকা ব্যয়ে মাইজদী-রাজগঞ্জ-ছয়ানী-চন্দ্রগঞ্জ সড়ক প্রশস্তকরন, নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলোজি এর নতুন কমপ্লেক্স নির্মাণ, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ, নোয়াখালী জেলার জলাবদ্ধতা নিরসনে নোয়াখালী খাল খনন প্রকল্পের কাজসহ ১৩টি মেগা প্রকল্পের কাজ এ জেলায় চলমান রয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম নোয়াখালী নোয়াখালী সদর