রহমত ডেস্ক 27 January, 2022 10:31 PM
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চাঁদপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির ঘনিষ্ঠদের দুর্নীতির বিষয়ে চাঁদপুর জেলা প্রশাসকও অনিয়মের প্রতিবেদন দিয়েছেন। তাই বিষয়টির সুষ্ঠু তদন্ত করে জনগণের সামনে প্রকাশ করা হোক। জমির দাম ২০ গুণ বাড়িয়ে ৩৬৫ কোটি টাকা লুট করা হয়েছে। চরম অনিয়ম হচ্ছে। এ দেশে আর কোনো বাকশাল হতে দেওয়া হবে না। আমাদের সর্বশক্তি দিয়ে দেশের মানুষের জন্য গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব। বাকশাল বাংলাদেশের আত্মাকে হত্যা করেছিল। সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ একদলীয় শাসনব্যবস্থা কায়েম করতে চায়। এটা তাদের অন্তরের বাসনা, এটা তাদের চিন্তাভাবনা। চতুর্দিকে লুটপাট করে দেশকে একদম ফোকলা করে দিয়েছে। সেই দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব।
আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি যৌথ আয়োজিত ‘বাকশাল-গণতন্ত্র হত্যার কালো দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন আলম, জহির উদ্দিন স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল প্রমুখ।