রহমত ডেস্ক 27 January, 2022 10:15 PM
‘জাতীয় সংসদে কার্যকর বিরোধী দল নেই’-বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে এবং এটি এক্সপাঞ্জের আহ্বানও জানান তিনি। অন্যথায় বৈঠক থেকে ওয়াক আউটের পাশাপাশি এ নিয়ে জাতীয় সংসদের লবিতে যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারিও দেন তিনি। আজ (২৭ জানুয়ারি) বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদে ষোড়শ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
রাঙ্গা বলেন, বলা হয় এই সংসদে বিরোধী দল নেই। আমরা জাতীয় পার্টি এই সংসদের বিরোধী দল। এর আগে দেওয়া বক্তব্যে বিএনপির সদস্য হারুনুর রশিদ বলেন, সংসদে কার্যকর বিরোধী দল নেই। আছে কাগজে কলমে বিরোধী দল। এরপর যদি এ ধরনের বক্তব্য দেওয়া হয় এবং সেটি যদি এক্সপাঞ্জ করা না হয়, তাহলে আমরা সংসদ থেকে ওয়াক আউট করব। আপনি এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করে দেবেন। এরা সকালে এককথা বলবে, বিকেলে আরেককথা বলবে। যেকোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে এই লবিতে। এ সময় পাশ থেকে কেউ একজন হুমকি দেওয়ার কথা বললে, রাঙ্গা বলেন, না, হুমকি দিচ্ছি না। ঘটনা তো আর আমি ঘটব না। বারবার বলা হয়; বিরোধী দল নেই। নির্বাচন নিয়ে আ’লীগের সঙ্গে একটা সমঝোতা ছিল, আঁতাত না। এ রকম হয়। আমরা আসন ছেড়েছি, তারাও ছেড়েছে। তারা চান আমরা বিএনপির সঙ্গে যাই। আমি বেঁচে থাকতে কখনও জাতীয় পার্টি বিএনপির সঙ্গে যাবে না। আমার সন্তানকে কিডন্যাপ করেছিল তারা।