রহমত ডেস্ক 24 January, 2022 09:01 AM
করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আজ সোমবার (২৪ জানুয়ারি) থেকে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো অর্ধেক কর্মকর্তা ও কর্মচারী নিয়ে পরিচালিত হবে। এ কার্যক্রম চলবে আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত।
বাকি অর্ধেক কর্মকর্তা ও কর্মচারীরা নিজ কর্ম এলাকায় অবস্থান করে অনলাইনে যুক্ত হয়ে দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন।
এ বিষয়ে গতকাল রোববার (২৩ জানুয়ারি) আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এ নিয়ে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে গত কয়েক দিনে তিন দফায় বিধিনিষেধ জারি করল সরকার। এর আগে প্রথমে ১১ দফা নির্দেশনা জারি করা হয়। এছাড়া গত শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠান দুই সপ্তাহ বন্ধ করাসহ ছয় দফা নির্দেশনা জারি করা হয়।
নতুন বিধিনিষেধে আরও বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতগুলোর বিষয়ে প্রয়োজনে নির্দেশনা জারি করবে। আর ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
দেশে করোনা সংক্রমণ বাড়ায় এ বিধিনিষেধ আরোপ করা হয়েছে, সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলেন, সে জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানা গেছে।