রহমত ডেস্ক 24 January, 2022 03:11 PM
অপকর্মে জড়িত পুলিশ সদস্যদের বাহিনীতে ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ তিনি বলেন, যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকে পরিত্যাগ করবো। পুলিশ বাহিনীতে তার কোনো আশ্রয় নেই।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে শিল্ড প্যারেড, মাদক ও অস্ত্র উদ্ধারে পুলিশ সদস্যদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আইজিপি বলেন, শরীরের কোনো জায়গায় পচন ধরলে যেমন কেটে ফেলতে হয় আমরা তেমনই তাদের পরিত্যাগ করব, যারা অপকর্মে জড়িত থাকবে।
তিনি আরও বলেন, পুলিশ নিজেদের অন্যায় আচরণের জন্য সংবাদমাধ্যমের শিরোনাম হতে চায় না। যদি পুলিশের কোনো সদস্য অসম্মান-অপমান বয়ে নিয়ে আসেন তাকে আমরা পরিত্যাগ করব। পুলিশ বাহিনীতে তার আশ্রয় নেই।