| |
               

মূল পাতা জাতীয় আমার মনে হয় করোনায় ভয়াবহ কিছু হবে না: অর্থমন্ত্রী


আমার মনে হয় করোনায় ভয়াবহ কিছু হবে না: অর্থমন্ত্রী


রহমত ডেস্ক     23 January, 2022     09:42 PM    


অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা সবসময় সব চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছি। করোনার বিস্তার রোধে সরকার ঘোষিত বিধিনিষেধের মধ্যে সব চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুতি আছে। আমরা আগে যেভাবে মোকাবিলা করেছি, সেভাবে মোকাবিলা করতে পারব। করোনাভাইরাস নিয়ে আমরা যতটা ভয় পাচ্ছি, আমার মনে হয় ততটা ভয়াবহ কিছু হবে না। 

রবিবার (২৩ জানুয়ারি) অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভ্যাট ও আয়কর নিয়ে মাঠ পর্যায়ে ব্যবসায়ীদের হয়রানির শিকার হওয়ার অভিযোগ সরাসরি তার কাছে জানাতে বলে অর্থমন্ত্রী বলেন, আমার কাছে আসুন। এফবিসিসিআইয়ের যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই আমাদের মন্ত্রণালয়ের সম্পর্কে এ অভিযোগগুলো। এ অভিযোগগুলো জানালে আমরা টেককেয়ার করব। আমি মনে করি সেগুলোর সমাধান খুঁজে বের করতে পারব।

গতকাল শনিবার এফবিসিসিআইয়ের এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, কোভিড মহামারীতে বিপর্যস্ত ব্যবসা-বাণিজ্যের মধ্যেও রাজস্ব আদায় করতে তাদেরকে নানাভাবে হয়রানি ও ভীতির পরিবেশ তৈরি করছেন রাজস্ব কর্মকর্তারা।