| |
               

মূল পাতা সারাদেশ বরগুনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী ও শিশুসহ আহত ২০


বরগুনায় যাত্রীবাহী বাস উল্টে খাদে, নারী ও শিশুসহ আহত ২০


রহমত ডেস্ক     23 January, 2022     10:21 AM    


বরগুনায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত হয়েছেন ১২ জন। বাসটি ঢাকা থেকে বরগুনা যাচ্ছিল।

রোববার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের ঢাকা-বরগুনা মহাসড়কের গলাচিপা বাজার এলাকায় 
এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যেক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরগুনায় আসছিলো সোনারতরী পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস। বাসটি ঢাকা-বরগুনা রুটের গলাচিপা নামক স্থানে আসলে কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ২৫ জন যাত্রীর মধ্যে ২০ জনই আহত হন। এদের মধ্যে গুরতর আহত হন ১২ জন।

আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাহাঙ্গীর কবির বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের উদ্ধার বাহিনী। বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। বাসে থাকা কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এদেরকে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতরদের বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: বরিশাল বরগুনা বরগুনা সদর