রহমত ডেস্ক 22 January, 2022 02:29 PM
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল বিলাল আহমদ চৌধুরী বলেছেন, ইসলামী মুল্যবোধের অভাবে শিক্ষার্থীরা দিন দিন নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়েছে।শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও চরিত্র গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।শিক্ষার্থীদের নীতিবান করে গড়ে তুলতে হলে অবশ্যই জেনারেল শিক্ষার সাথে কোরআন- হাদীসের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে।
শুক্রবার (২১ জানুয়ারি) মৌলভীবাজার শহরস্থ মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস মৌলভীবাজার শহর ও জেলা শাখার যৌথ উদ্যোগে আয়োজিত বাছাইকৃত কর্মীদের নিয়ে কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মাওলানা আবু সালমান, প্রাক্তন জেলা সভাপতি মাওলানা আহমদ শামসুদ্দিন।
সংগঠনের মৌলভীবাজার শহর সভাপতি হাসান আহমাদ খানের সভাপতিত্বে ও জেলা সভাপতি মুহাম্মদ সিহাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র মজলিস মৌলভীবাজার শহর শাখার সেক্রেটারি আশরাফ উদ্দিন শফি, জেলা সেক্রেটারি আনিসুল ইসলাম, জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ তারেকুর রহমান, জেলা অফিস ও প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মৌলভীবাজার সদর উত্তর সভাপতি আরিফুল ইসলাম হুজাইফা, বড়লেখা উপজেলা সভাপতি সুলতান আহমদ, হাফেজ্জী হুজুর জোন সভাপতি ফখরুল ইসলাম ফয়সল, সদর উত্তর সেক্রেটারি আল আমিন চৌধুরী, সাইদুজ্জামান চৌধুরী তারেক প্রমুখ।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: সিলেট মৌলভীবাজার মৌলভীবাজার সদর