রহমত ডেস্ক 22 January, 2022 09:49 PM
২০৪১ সালে বাংলাদেশ ধূমপানমুক্ত হবে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। তিনি বলেন, ২০৪১ সালে উন্নত ও সমৃদ্ধশালী হওয়ার পাশাপাশি বাংলাদেশ সম্পূর্ণ ধূমপানমুক্ত হবে ।
শনিবার (২২ জানুয়ারি) সকালে জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাবে, জনস্বাস্থ্য উন্নয়নে প্রত্যাশিত তামাক কর ব্যবস্থাপনা ও করণীয় শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে হলে সবার ডোপ টেস্ট বাধ্যতামূলক করার প্রস্তাব দেন তিনি। সংসদ সদস্যদের ধূমপানের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বানও জানান সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ।
টুকু আরো বলেন, মাদক ও ধূমপানের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স ঘোষণা করেছে। মাদকবিরোধী কার্যক্রমে বিনিয়োগ করা গেলে জনগণ উপকৃত হবে।