রহমত ডেস্ক 21 January, 2022 04:54 PM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জমিয়ত উলামায়ে ইসলাম বাংলাদেশ-একাংশের সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম। আজ (২১ জানুয়ারি) শুক্রবার গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নেতৃদ্বয় এ শোক জানান।
শোকবার্তায় নেতৃদ্বয় বলেন, মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন ইসলামী রাজনীতির অঙ্গনের একজন বিচক্ষণ ও দূরদর্শী রাজনীতিবিদ। হযরত হাফেজ্জী হুজুর রহ. এর নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে ছিলেন তিনি। তাঁরর ইন্তেকালে জাতি একজন বিচক্ষণ রাজনীতিবিদকে হারালো। তাঁর শূন্যস্থান সহজে পূরণ হবার নয়। মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মরহুমের জন্য জান্নাতের সুউচ্চ মাকাম কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সমবেদনা জ্ঞাপন করেন নেতৃদয়।
এর আগে, আজ (২১ জানুয়ারি) শুক্রবার জুমার পূর্বে চট্টগ্রাম নগরীর দামপাড়া মাদরাসায় সূরা কাহাফ তিলাওয়াতকালে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসাপাতাল নেওয়ার পথে বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক মহাসচিব মাওলানা মুহাম্মদ জাফরুল্লাহ খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় শুরার সদস্য রশিদুল হক বিএসসি রহমত টোয়েন্টেফোর ডটকমকে এ তথ্য জানান।