মূল পাতা আন্তর্জাতিক উপমহাদেশ পাকিস্তানে বিশ্বনবীকে অবমাননার দায়ে নারীর মৃত্যুদণ্ড
রহমত ডেস্ক 21 January, 2022 09:41 PM
বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং তাঁর স্ত্রীদের একজনকে নিয়ে অপমানজনক পোস্ট শেয়ার করায় এক নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন পাকিস্তানের একটি আদালত।
বুধবার (১৯ জানুয়ারি) উত্তর পাকিস্তানের রাওয়ালপিন্ডির ট্রায়াল কোর্ট দেশটির কঠোর ব্লাসফেমি আইনের অধীনে আনিকা আতিক (২৬) নামের ওই নারীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। খবর আল জাজিরা।
২০২০ সালের মে মাসে দায়ের করা ওই মামলার বিচারক আদনান মুশতাক রায়ে লিখেছেন, অভিযুক্ত নারী তার হোয়াটসঅ্যাপ ম্যাসেজে যে নিন্দামূলক উপাদান শেয়ার করেছেন, তা অভিযোগকারীর জন্য একজন মুসলিম হিসাবে সহনীয় ছিল না।
নিজেকে নির্দোষ দাবি করে আনিকা বলেন, অভিযোগকারী হাসনাত ফারুক তার প্রতি বন্ধুত্বপূর্ণ হতে অস্বীকার করায় ইচ্ছাকৃতভাবে আমাকে একটি ধর্মীয় আলোচনায় টেনে নিয়ে ব্ল্যাকমেইল করেছেন।