মূল পাতা আন্তর্জাতিক বিনামূল্যে মাস্ক বিতরণের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক 20 January, 2022 11:50 AM
আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বছর আগের এই সময়ের চেয়ে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি ভালো বলে দাবি করে করে বাইডেন বলেন, করোনাকে পরাস্ত করতে তার প্রশাসনের নেয়া টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন কর্মাকাণ্ড বেশ ফলপ্রসু হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।
তার সরকারের এক বছর পূর্তি উপলক্ষ্যে বুধবার হোয়াইট হাউজের এক সংবাদ সম্মেলনে দেয়া বক্তেব্যে এ ঘোষণা বাইডেন।
বাইডেন দাবি করেন, করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন থেকে রক্ষা পেতে অধিকতর সুরক্ষা সামগ্রী ব্যবহারে জোর দিচ্ছেন মার্কিন প্রশাসন।
২০২০ সালে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের একটি পদক্ষেপ নিলেও পরবর্তীতে তা বন্ধ রাখে। চলতি মাসে মাস্কটির দুষ্প্রাপ্যতার কারণে তীব্র সমালোচনার পর বাইডেন সেই উদ্যোগটি বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করেন।
সংবাদ সম্মেলনে দেয়া বক্তেব্যে বাইডেন গেল এক বছরের তার সরকারের নানা সাফল্যের পরিস্থিতিও তুলে ধরেন।