| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন চট্টগ্রামের যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


চট্টগ্রামের যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


জামিল আহমদ     20 January, 2022     04:03 PM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী কারোনাভাইরাস সংক্রমণের প্রতিষেধক টিকা দেওয়ার জন্য সারাদেশের কওমি মাদরাসার ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এই কার্যক্রমের অধীনে সারাদেশে ১৭৪টি মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের ছাত্রদের জন্য ৯ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। ছাত্রীদের জন্য ৭ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব জেলার টিকা সেন্টারগুলোতে কোন কোন মাদরাসা টিকা প্রদান করবে এবং সে সব মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত তা জেনে স্ব স্ব র্বোডকে লিখিতভাবে ই-মেইলে জানাতে তালিকায় উল্লিখিত মাদরাসাগুলোর মুহতামিমদেরকে অনুরোধ করেছেন আল-হাইআতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। ১২ থেকে ১৭ বয়সের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আলাদাভাবে এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা আলাদাভাবে লিখতে হবে। মাদরাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগ : ছাত্রদের কেন্দ্র
১. জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া, সদর, বধাহ্মণবাড়ীয়া।
২. জামিয়া ছানী ইউনুসিয়া সায়েদাবাদ, কসবা, বাহ্মণবাড়ীয়া।
৩. জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম, লাকসাম রোড, কোতয়ালী, কুমিল্লা।
৪. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, বরুড়া, কুমিল্লা।
৫. স্বল্পপেন্নাই জামিয়া ইসলামিয়া দারুল উলুম (মাদরাসা) ও এতিমখানা, দাউদকান্দি, কুমিল্লা।
৬. দারুল উলূম আল হোছাইনিয়া ওলামা বাজার মাদরাসা, চর চান্দিয়া, সোনাগাজী, ফেনী।
৭. জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস (বটতলী মাদরাসা), চন্দধগঞ্জ, লক্ষীপুর।
৮. জামিয়া ইসলামিয়া আরাবিয়া, হাজীপুর, চৌমুহনী, বেগমগঞ্জ, নোয়াখালী।
৯. দারুল উলূম আল ইসলামিয়া চর মটুয়া, সদর, নোয়াখালী।
১০. জামিয়া আরাবিয়া কাসিমুল উলুম জাফরাবাদ, সদর, চাঁদপুর।
১১. জামিয়া ইসলামিয়া ইবরাহীমিয়া (উজানী মাদরাসা), কচুয়া, চাঁদপুর।
১২. আল মাদরাসাতুল ইসলামিয়া মিছবাহুল উলুম, পূর্ব নাছিরাবাদ, খুলশী, চট্টগ্রাম।
১৩. আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম, হাটহাজারী, চট্টগ্রাম।
১৪.আল—জামিয়া আল—ইসলামযিা, পটিয়া চট্টগ্রাম।
১৫. এমদাদুল উলুম মাদরাসা ও এতিমখানা, জোয়ারিয়া নালা, রামু, কক্সবাজার।
১৬. আল—জামযিা আল—ইসলামযিা, টকিনাফ, কক্সবাজার টকিনাফ, কক্সবাজার।
১৭. ইসলামী শিক্ষা কেন্দ্র, বান্দরবান, ছিদ্দীকী নগর, সদর, বান্দরবন।
১৮. বোয়ালখালী ইসলামিয়া মাদরাসা, দীঘিনালা, খাগড়াছড়ি।
১৯. আল-জামিয়াতুল্ ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম, সরফভাটা, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।

চট্টগ্রাম বিভাগ : ছাত্রদের কেন্দ্র
১. জামেয়া ইসলামিয়া ইবধাহীমিয়া মহিলা মাদরাসা, কাউতলী, বি-বাড়িয়া।
২. আয়েশা ছিদ্দিক্বা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা কমপ্লেক্স, ইপিজেড. রোড, সদর, কুমিল্লা।
৩. চাঁদপুর আদর্শ মহিলা মাদরাসা, আশিকাটি, সদর, চাঁদপুর।
৪. আল-হুদা মহিলা মাদরাসা, শেখ রাসেল সড়ক, দক্ষিণ তেমুহনী, সদর, লক্ষীপুর।
৫. আল ফালাহ মহিলা মাদরাসা, পৌর হাজীপুর, চৌমুহনী, বেগমগঞ্জ।
৬. শাইখা ইসলামিয়া মহিলা মাদধাসা, শর্শদী, ফেনী।
৭. তাহফিজুল কোরআন ইসলামী আরবী বালিকা উচ্চ মাদরাসা, আই-ব্লক, ১নং লেইন,হাউজিং এস্টেট, হালিশহর বড় পুল, চট্টগ্রাম
৮. উম্মুহানী বালিকা মাদরাসা ও এতিমখানা, দক্ষিণ সাইরারডেইল, মাতারবাডী, মহেশখালী, কক্সবাজার।

-এজেড