| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন ঢাকার যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


ঢাকার যেসব মাদরাসায় করোনার টিকা দেওয়া যাবে


জামিল আহমদ     19 January, 2022     11:54 AM    


বৈশ্বিক মহামারী মরণঘাতী কারোনাভাইরাস সংক্রমণের প্রতিষেধক টিকা দেওয়ার জন্য সারাদেশের কওমি মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের ভ্যাকসিনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ। এই কার্যক্রমের অধীনে সারাদেশে ঢাকা, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী ৬ বিভাগে ১৭৪টি মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ছাত্রদের জন্য ৩৮ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে। ছাত্রীদের জন্য ২৬ মাদরাসাকে টিকা সেন্টার হিসাবে নির্বাচন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিকালে হাইয়াতুল উলইয়ার অফিস সম্পাদক মাওলানা অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি বলা হয়েছে, আগামী ৩ দিনের মধ্যে স্ব স্ব জেলার টিকা সেন্টারগুলোতে কোন কোন মাদরাসা টিকা প্রদান করবে এবং সে সব মাদরাসার ১২ থেকে ১৭ এবং তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা কত তা জেনে স্ব স্ব র্বোডকে লিখিতভাবে ই-মেইলে জানাতে তালিকায় উল্লিখিত মাদরাসাগুলোর মুহতামিমদেরকে অনুরোধ করেছেন আল-হাইআতুল উলইয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান। ১২ থেকে ১৭ বয়সের ছাত্র-ছাত্রীদের সংখ্যা আলাদাভাবে এবং ১৮ ও তদুর্ধ্ব বয়সের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের সংখ্যা আলাদাভাবে লিখতে হবে। মাদরাসাগুলোতে পড়াশোনার পরিবেশ সুশৃংখল করতে এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে পরীক্ষা পরিবেশ ঠিক রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিভাগ ছাত্রদের কেন্দ্র
১. জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম, ফরিদাবাদ, সূত্রাপুর, ঢাকা।
২. জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া, ৩১২ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা।
৩. জামিয়া কুরআনিয়া আরাবিয়া, ৫৭, কাজী রিয়াজুদ্দীন রোড, লালবাগ, ঢাকা।
৪. জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ, হরিরামপুর, মিরপুর, ঢাকা।
৫. জামিয়াতুস্ সাহাবাহ, বাড়ী-২১ রোড-১১,১২ সেক্টর- ৯, উত্তরা, ঢাকা।
৬. জামিয়া ইসলামিয়া, ৬/২৬ ব্লক-এফ, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা।
৭. আল জামেয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলূম, ব্লক- এম, জহুরুল ইসলাম সিটি আফতানগর ঢাকা।
৮. জামিয়া শারইয়্যাহ মালিবাগ, মালিবাগ বাজার রোড, খিলগাঁও, ঢাকা।
৯. খালিকিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা, ভোগড়া, বাসন, গাজীপুর।
১০. কাপাসিয়া দারুল উলূম মাদরাসা ও এতিমখানা, কাপাসিয়া, গাজীপুর।
১১. জামিয়া ইসলামিয়া, সেহড়া (চরপাড়া), সদর, ময়মনসিংহ।
১২. জামেয়া আশরাফিয়া খাগডহর, সদর মোমেনশাহী
১৩. জামিয়া আরাবিয়া মাখযানুল উলূম, ঢোলাদিয়া, সদর,মোমেনশাহী।
১৪. জামিয়া মাদানিয়া দারুল উলুম, গোদারিয়া, ফুলপুর, মোমেনশাহী।
১৫. আল জামিয়াতুল হাবীবিয়াহ কওমী মাদরাসা, শহীদ হারুন সড়ক, সদর, জামালপুর।
১৬. জামিয়া ছিদ্দিকীয়া তেরা বাজার, সদর, শেরপুর।
১৭. জামিয়া মিফতাহুল উলূম, বারহাট্টা রোড, সদর, নেত্রকোনা
১৮. জামিয়া শাহিদিয়া ইমদাদিয়া, ঝাঞ্জাইল, দূর্গাপুর, নেত্রকোনা।
১৯. জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম ও এতিমখানা, ধূলেরচর, সদর, টাঙ্গাইল।
২০. জামিয়া কাশেফুল উলূম (হাটখোলা মাদরাসা), মাদরাসা পাড়া, মধুপুর, টাঙ্গাইল।
২১. জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ, শহীদ আরমান সড়ক।
২২. জামিয়া ইসলামিয়া দারুল উলূম, কমলপুর, ক্সভরব, কিশোরগঞ্জ।
২৩. দারুল উলূম দত্তপাড়া মাদরাসা, দত্তপাড়া, সদর, নরসিংদী।
২৪. জামিয়া ইমদাদিয়া আরাবিয়া, শেখেরচর, সদর, নরসিংদী।
২৫. জামিয়া হোসাইনিয়া আরাবিয়া, মেলান্দহ বাজার, জামালপুর।
২৬. জামি’আ আজিজিয়া দারুল উলূম, দেওভোগ, সদর, মুন্সিগঞ্জ।
২৭. আল জামিয়াতুল ইসলামিয়া আল হালিমিয়া, মধুপুর, সিরাজদিখান, মুন্সিগঞ্জ।
২৮. আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলূম, মাদানীনগর, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
২৯. জামিয়া আশরাফিয়া, আমলাপাড়া, সদর, নারায়ণগঞ্জ।
৩০. গোবিন্দল মুসলিম নগর রশিদিয়া মাদরাসা, সিঙ্গাইর, মানিকগঞ্জ।
৩১. ফাতেমা নবাব দারুল উলুম মাদরাসা, খিলিন্দা, সদর, মানিকগঞ্জ।
৩২. জামিয়া আরাবিয়া শামসুল উলূম, পশ্চিম খাবাশপুর, সদর, ফরিদপুর।
৩৩. আল মাদরাসাতুল ইসলামিয়া মদীনাতুল উলূম, নগরকান্দা, ফরিদপুর।
৩৪. মাদরাসা উসমানিয়া কওমিয়া আরাবিয়া, আঙ্গারিয়া, পালং, শরীয়তপুর।
৩৫. জামিয়াতুস সুন্নাহ, দক্ষিণকান্দী, শিবচর, মাদারীপুর।
৩৬. জামিয়া ইসলামিয়া আরাবিয়া আহমাদাবাদ, চন্ডিবর্দ্দী(আহমদাবাদ), সদর, মাদারীপুর।
৩৭. দারুল উলূম ভাজনচালা মাদরাসা ও এতিমখানা, সদর, রাজবাড়ী।
৩৮. আল জামিয়াতুল ইসলামিয়া ইসলামপুর মাদরাসা ও এতিমখানা, ভবানীপুর, সদর, গোপালগঞ্জ।
 
ঢাকা বিভাগ ছাত্রীদের কেন্দ্র
১. জামিয়া আনোয়ারুল উলূম (মহিলা মাদরাসা), আহসানবাগ, আশরাফাবাদ, কামরাঙ্গীরচর, ঢাকা।
২. জামি‘আ মিল্লিয়া মাদানিয়া আরাবিয়া (মিরপুর আজমা মহিলা), ব্লক-ত, মিরপুর-১২, ঢাকা।
৩. আল জামিয়াতুল ইসলামিয়া রানাভোলা, প্লট-৪৪, রোড- ৬, সেক্টর-১০, রানাভোলা, উত্তরা, ঢাকা।
৪. জামি‘আ ইসলামিয়া আশরাফুল উলূম মহিলা মাদরাসা, ছনটেক, দনিয়া, ঢাকা।
৫. আল জামিয়াতুল আরাবিয়া ইসলাহুন্নিসা, নিউ শাহীবাগ, বিরুলিয়া রোড, সাভার, ঢাকা।
৬. জামিয়াতুস সালিহাত মহিলা মাদরাসা, খাইল কুর, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর।
৭. জামিয়া উসমানিয়া দারুল উলূম সাতাইশ মহিলা মাদরাসা, সাতাইশ, টঙ্গী, গাজীপুর।
৮. এমদাদুল উলূম মাদরাসা, বরকুল, বরমী, শ্রীপুর, গাজীপুর।
৯. সিরাজুল উলুম মহিলা মাদরাসা, উত্তর সাটিরপাড়া, সদর, নরসিংদী।
১০. আয়শা সিদ্দীকা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা, নানাখী, অলিপুরা বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
১১. দারুল উলুম রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসা, নন্দনলালপুর, কুতুবপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জ।
১২. জামিয়া আরাবিয়া লিল বানাত (আদর্শ মহিলা মাদরাসা), সোনারং, টঙ্গীবাড়ী, মুন্সিগঞ্জ।
১৩. জান্নাতুল মাওয়া আদর্শ মহিলা মাদরাসা, হাসপাতাল মোড়, মুন্সিগঞ্জ।
১৪. মাদরাসা খাদীজা বিনতে খুয়াইলিদ (মহিলা মাদরাসা), আওরাঙ্গাবাদ, বাড়াইভিকরা, মানিকগঞ্জ।
১৫. ইসলামিয়া মহিলা মাদরাসা, পশ্চিম গোয়ালচামট, শধীঅঙ্গন, ফরিদপুর
১৬. মারকাযুল উলূম মহিলা মাদরাসা, পশ্চিম কোটা পাড়া, পালং, শরীয়তপুর।
১৭. মদিনাতুল উলূম মহিলা মাদরাসা, যাদুয়ার চর, বরহামগঞ্জ, শিবচর, মাদারীপুর।
১৮. জামিয়া ইসলামিয়া খাদিজা বাবন খাঁন মহিলা মাদরাসা, চন্দদিঘলিয়া, গোপালগঞ্জ।
১৯. জামিয়া কাসেমিয়া মোমেনশাহী, রহমতপুর মোড়, খাগডহর বাজার, মোমেনশাহী।
২০. আল হামরা আদর্শ মহিলা মাদরাসা, তারাকান্দা, মোমেনশাহী।
২১. জামিয়া আরাবিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদরাসা, চর হোসেনপুর, ঈশ্বরগঞ্জ, মোমেনশাহী
২২. খালেদা আক্তার কওমী মহিলা মাদরাসা, বত্রিশ, সদর, কিশোরগঞ্জ।
২৩. জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী (মহিলা শাখা), সদর, নেত্রকোনা
২৪. বাগে জান্নাত মহিলা মাদরাসা, শীতলপুর, সদর, শেরপুর।
২৫. হেদায়তিয়া বালিকা (মহিলা) কওমী মাদরাসা, মাদরাসা রোড, সদর, জামালপুর।
২৬. রাবেয়া বসরী মহিলা মাদরাসা, সদর, টাঙ্গাইল।