| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন কাল ঢাকায় ‘দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা


কাল ঢাকায় ‘দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা


জামিল আহমদ     19 January, 2022     11:03 AM    


সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের উদ্যোগে দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ক দিনব্যাপী কর্মশালা আগামী ২০ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে আসর পর্যন্ত রাজধানীর উত্তরাস্থ মানারুশ শারক্ব মাদরাসায় অনুষ্ঠিত হবে। কর্মশালায় অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গুগল ফরম পূরণের মাধ্যমে আপনার তথ্যাদি দিতে হবে। কর্মশালায় দুপুরে খাবারের ব্যবস্থা থাকবে। 

এতে সভাপতিত্ত্ব করবেন, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রাহমাতুল্লাহি আলাইহির খলীফা ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের মাওলানা মুহাম্মদ সালমান। সার্বিক ব্যবস্থাপনায় মানারুশ শারক্ব মাদরাসার পরিচালক মাওলানা শরাফাতুল্লাহ নদভী। প্রয়োজনে : 01774392665, 01974392665

বিষয়ভিত্তিক আলোচনা করবেন, ‘তুলনামূলক ধর্মতত্ত্ব : জাদিদ ইলহাদ বা আধুনিক ধর্মহীনতা’ বিষয়ে আলোচনা করবেন মা’হাদুল ফিকরি ওয়াদ দিরাসাতিল ইসলামিয়া ঢাকার পরিচালক মাওলানা কবি মুসা আল হাফিজ। ‘অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াহ কার্যক্রম’ বিষয়ে আলোচনা করবেন আন-নূর ইসলামিয়া মুহাম্মদপুর ঢাকার দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিভাগের মুশরিফ মুফতি মুজিবুর রহমান কাসেমী। ‘মাকাসিদুশ শরীআহ; ইসতিরাক ও প্রাচ্যবাদ’ বিষয়ে আলোচনা করবেন এশিয়ান ইউনিভার্সিটি বাংরাদেশের লেকচারার ও পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের আমীর ড. শহীদুল ইসলাম ফারুকী। 

-এজেড