| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম


রহমত ডেস্ক     18 January, 2022     10:26 AM    


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে।

গতকাল (সোমবার) গভীর রাতে ভিসির বাসভবন ঘেরাও চলাকালীন এ কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা হলে ফিরে যান। আল্টিমেটাম দেয়া সময়ের মধ্যে দাবি আদায় না হলে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

এর আগে সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরেকটি বিবৃতির মাধ্যমে শাবি শিক্ষক সমিতির সভাপতি তুলসী কুমার দাস ন্যাক্কারজনক ঘটনা উল্লেখ করে জড়িতদের বিচার দাবি করেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন শাবিপ্রবির শিক্ষার্থীদের সঙ্গে মুঠোফোনে কথা বলেছেন। সমস্যা সমাধানে কার্যত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে তিনিও কথা বলবেন বলে আশ্বাস দেন।

উল্লেখ্য, গত রোববার বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের প্রভোস্ট প্রত্যাহার, অব্যবস্থাপনা দূরসহ তিন দফা দাবিতে চলা আন্দোলন থেকে শিক্ষার্থীরা উপাচার্যকে ধাওয়া দিয়ে অবরুদ্ধ করে রাখেন। পরে উপাচার্যকে উদ্ধারে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে আন্দোলনকারীদের। এ সময় গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের আহত করার ঘটনা ঘটে। পরে রাতে আবারও আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় আন্দোলন অব্যাহত রয়েছে।