মূল পাতা স্বাস্থ্য করোনাভাইরাস বিশ্বজুড়ে করোনা শনাক্ত-মৃত্যু কিছুটা কমেছে
রহমত ডেস্ক 17 January, 2022 12:01 PM
করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনে কাবু সারা বিশ্ব। ওমিক্রনের ভয়াবহতা ইতোমধ্যে দ্রুতগতিতে ছড়িয়ে পড়েছে বিশ্বের দেশে দেশে। গত ২৪ ঘণ্টায় ১৯ লাখ ৩৯ হাজার ৮৯৫ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ হাজার ৯৯০ জনের। ২০২০ সালের মার্চের পর এই প্রথম করোনার প্রকোপে দিনে চার হাজারের নীচে মৃত্যু দেখলো বিশ্ব।
যদিও গতকাল রোববার ২৪ লাখ ৪ হাজার ৫৬২ জন মানুষের শরীর করোনা শনাক্ত হয়েছিল। মৃত্যু হয়েছিল ৫ হাজার ৬৯৮ জনের। সে হিসাবে আজ মৃত্যু-শনাক্ত কিছুটা কমেছে।
করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৩২ কোটি ৮৭ লাখ ৭৪ হাজার ২৬৮ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ৫৭ হাজার ৭৩৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৬ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৮১৫ জন।
সংক্রমণ শনাক্তে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির দু’লাখ ৮৮ হাজার মানুষের দেহে নতুনভাবে মিলেছে করোনাভাইরাস। এদিন মার্কিন মুলুকে প্রাণ হারান ৩৪৬ জন।
ফ্রান্সে মৃত্যু তুলনামূলক কম হলেও শনাক্ত হয়েছে পৌনে তিন লাখের বেশি।ভারতে টানা চতুর্থ দিনের মতো আড়াই লাখের বেশি মানুষের শরীরে মিললো করোনা। রোববার দেশটিতে ৩৮৮ জনের মৃত্যু লিপিবদ্ধ করা হয়েছে।
এদিকে, ইতালিতেও নতুনভাবে দেড় লাখের কাছাকাছি শনাক্ত হয়েছে করোনা। বিশ্বে মোট শনাক্ত ৩২ কোটি ৮৭ লাখের বেশি।