| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন এবার ভিসি’র পদত্যাগের দাবি শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন


এবার ভিসি’র পদত্যাগের দাবি শাবিপ্রবির শিক্ষার্থীদের আন্দোলন


রহমত ডেস্ক     17 January, 2022     01:24 PM    


শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ভিসি ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ৯টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় স্লোগানে শিক্ষার্থীরা বলেন, ‘যেই ভিসি বোমা মারে, সেই ভিসি চাই না’, ‘যেই ভিসি গুলি মারে, সেই ভিসি চাই না’, ‘স্বৈরাচারের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘পতন পতন পতন চাই, উপাচার্যের পতন চাই’, ‘ভিসির গদিতে, আগুন জ্বালাও একসাথে’।

এর আগে রোববার মধ্যরাত পর্যন্ত শিক্ষার্থীরা শাবিপ্রবির ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

প্রশাসনের পক্ষ থেকে সোমবার দুপুর ১২টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দেওয়া হলেও যেকোনো পরিস্থিতিতে হল ছাড়বেন না বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হয়,  যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাস ও হল ছাড়বেন না। যতক্ষণ না স্বৈরাচার উপাচার্য পদত্যাগ করছেন ততক্ষণ আন্দোলনের মাঠে থাকবেন তারা। যেকোনো পরিস্থিতিতে তারা ক্যাম্পাসে অবস্থান করবেন।  
 
তাঁরা আরো বলেন, শিক্ষার্থীদের ওপর পুলিশের নির্মম হামলার ঘটনায় ভিসিকে ক্ষমা চাইতে হবে এবং তাকে জবাবদিহি করতে হবে। তার পদত্যাগের এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবো আমরা।