রহমত ডেস্ক 15 January, 2022 03:36 PM
বৈশ্বিক মহামারী মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে আজ থেকে বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচলের বিষয়ে বিআরটিএর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। এসব যানবাহনে ইচ্ছে মতোই চলছে যাত্রী পরিবহন। অধিকাংশই মানছেন না মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি। রাখা হয়নি কোনো সুরক্ষা ব্যবস্থাও। আজ (১৫ জানুয়ারি) শনিবার সকাল থেকে সব বাসেই দেখা যায় শতভাগ আসনে যাত্রী। ভাড়া বাড়েনি বলেও জানিয়েছে যাত্রীরা। চালক-হেলপাররা জানান মালিক সমিতির নির্দেশনাতেই বাসের শতভাগ আসনে যাত্রী পরিবহন করছেন তারা।
এর আগে গত ১৩ জানুয়ারি এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হয়। এদিকে পরিবহন মালিকরা বলছেন, পূর্বের ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে গাড়ী চালানো সম্ভব নয়। শতভাগ আসনে যাত্রী পরিবহন নিয়ে মন্ত্রণালয়ের সাথে মৌখিক কথা হয়েছে বলেছে দাবি করে সমিতি।
এদিকে, সরকারি নির্দেশনা মোতাবেক অর্ধেক আসনে স্বাস্থ্যবিধি মেনে চলছে ট্রেন। বিভাগীয় ও জেলা শহরের স্টেশনগুলোতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি তদারিক করা হচ্ছে। মুখে মাস্ক ব্যবহার নিশ্চিতসহ বিনা টিকিতে কাউকে যাত্রা করতে দেয়া হচ্ছে না। করোনার বিস্তার রোধে বরিশালে লঞ্চে অতিরিক্ত যাত্রী পরিবহন বন্ধ করা হয়েছে। এ কারণে বুধবার থেকে ট্রেনে মোট আসনসংখ্যার অর্ধেক টিকিট বিক্রি শুরু হয়। এখন থেকে সীমিত সংখ্যক টিকিটের ৫০ শতাংশ অনলাইনে এবং বাকিটা কাউন্টার থেকে কেনা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।