| |
               

মূল পাতা জাতীয় রবিবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু


রবিবার একাদশ জাতীয় সংসদের ষোড়শ অধিবেশন শুরু


রহমত ডেস্ক     15 January, 2022     04:51 PM    


একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও এ বছরের প্রথম অধিবেশন আগামীকাল রবিবার বিকেল ৪টায় শুরু হচ্ছে। সংবিধান অনুযায়ী ইতোপূর্বে এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী প্রথম বৈঠকে রবিবার রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেবেন। এরইমধ্যে মন্ত্রিসভায় এ ভাষণ অনুমোদন করা হয়েছে। ভাষণে বর্তমান সরকারের বিগত ১৫ বছরের সফল কর্মকাণ্ড তুলে ধরা হবে।

সংসদের রেওয়াজ অনুযায়ী, রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ প্রস্তাব এনে এর ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। সে হিসেবে এ অধিবেশন দীর্ঘ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতি আবার কিছুটা অবনতির দিকে যাওয়ায় অধিবেশন দীর্ঘ নাও হতে পারে। সংসদ সচিবালয় থেকে এ অধিবেশন আপাতত ১০ অথবা ১২ কার্যদিবস চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি বিবেচনায় এর মেয়াদ বাড়ানো বা কমানো হতে পারে। রাষ্ট্রপতির ভাষণ ও এর ওপর আলোচনা ছাড়াও বেশ কটি বিল উত্থাপন ও পাস হওয়ার কথা রয়েছে।

এর আগে সংসদের পঞ্চদশ অধিবেশন গত বছরের ১৪ নভেম্বর শুরু হয়ে ৯ কার্যদিবস পর্যন্ত চলে ২৮ নভেম্বর শেষ হয়। অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল। সংসদের গত অধিবেশনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশেষ আলোচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা কার্যপ্রণালী-বিধির ১৪৭ বিধির আওতায় প্রস্তাব (সাধারণ) উত্থাপন করেন। এর ওপর পরে প্রধানমন্ত্রী, বিরোধীদলের উপনেতা, সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেন। এছাড়া ওই অধিবেশনে সৃজনশীল অর্থনীতিতে অবদানের জন্য ইউনেস্কো থেকে বঙ্গবন্ধু পুরস্কার প্রবর্তন এবং প্রদান করায় ১৪৭ বিধিতে সংসদে সাধারণ আলোচনা শেষে ধন্যবাদ প্রস্তাব নেওয়া হয়।