| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ইসরাইলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল ফিলিস্তিনের হামাস


ইসরাইলের সাবমেরিন অভিযানের পরিকল্পনা ভেস্তে দিল ফিলিস্তিনের হামাস


মুসলিম বিশ্ব ডেস্ক     14 January, 2022     10:19 AM    


ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে ইসরাইলের পরিকল্পিত সাবমেরিন অভিযান ব্যর্থ হয়ে গেছে।

হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন কাস্সাম ব্রিগেড বলেছে, তারা দখলদার ইসরাইলের একটি সাবমেরিন থেকে বিশেষ যন্ত্রপাতি সরিয়ে নিতে সক্ষম হয়েছে। এর ফলে ইসরাইলের নৃশংস পরিকল্পনা ভেস্তে গেছে।

হামাসের ঐ ব্রিগেড আরও বলেছে, দখলদার বাহিনী ডলফিন ক্লাসের একটি সাবমেরিনে এমন সব যন্ত্রপাতি বসিয়েছিল যা দিয়ে হামাসের নৌ শাখার সদস্যদের হত্যা করা যেতো। কিন্তু দখলদারদের জল অভিযান সফল হওয়ার আগেই হামাসের সদস্যরা সাবমেরিনটির পথ আটকে মারণাস্ত্রগুলো সরিয়ে নিয়েছে।

হামাস জানিয়েছে, দখলদার ইসরাইল এখন সাগরে সাবমেরিনের সাহায্যে গুপ্তচরবৃত্তি চালাচ্ছে এবং হামাসের নৌ সদস্যদের হত্যার চেষ্টা চালাচ্ছে। সাবমেরিনে বিশেষ যন্ত্র বসিয়ে এই লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ঘাতকেরা।

হামাস ২০১৫ সালেও একবার ইসরাইলের ডলফিন ক্লাসের সাবমেরিন আটকে দিতে সক্ষম হয়েছিল। ইসরাইল বহু বছর ধরেই ডলফিন ক্লাসের সাবমেরিন ব্যবহার করে আসছে।   

উৎস, পার্সটুডে