| |
               

মূল পাতা আন্তর্জাতিক বাংলাদেশ সফর স্থগিত করলেন আল্লামা আরশাদ মাদানী


বাংলাদেশ সফর স্থগিত করলেন আল্লামা আরশাদ মাদানী


রহমত ডেস্ক     11 January, 2022     01:09 PM    


বাংলাদেশ সফর স্থগিত করেছেন জমিয়তে ওলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসীন আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী। বাংলাদেশ ও ভারতে কোভিড-১৯ পরিস্থিতি অবনতির দিকে যাওয়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন করে আল্লামা আরশাদ মাদানীর মুরিদ জনাব হাজী এনামুল হক। তিনি বলেন হযরত (আল্লামা সায়্যিদ আরশাদ মাদানী) আজ (১১ জানুয়ারি মঙ্গলবার) সকাল সাড়ে আটটার দিকে আমাকে মুঠোফোনের মাধ্যমে জানিয়েছেন, কোভিড-১৯ পরিস্থিতি অবনতির কারণে তিনি আপাতত বাংলাদেশ সফর স্থগিত করছেন।

আল্লাহ তায়ালার ইচ্ছায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী দুই মাস পর তিনি আবারো বাংলাদেশে আসতে পারেন বলেও জানান হাজী এনামুল হক।

উল্লেখ্য, পাঁচ দিনের সফরে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধা ৬.৪৫ মিনিটে দিল্লী থেকে বাংলাদেশ বিমানে ঢাকায় আগমনের পর ৯ টার ফ্লাইটে সিলেট, ১৪ জানুয়ারি শুক্রবার সিলেট রামধা মাদ্রাসায় জুমার নামাজ আদায় ও বয়ান, বাদ মাগরিব গৌহরপুর মাদ্রাসায় বয়ান শেষে রাতের ফ্লাইটে ঢাকা ফেরার কথা ছিলো। এবং আগামী ১৫ জানুয়ারি শনিবার হেলিকপ্টার যোগে যশোর মনিরামপুর মাদ্রাসায় মাহফিল শেষে বিকালে ঢাকায় ফিরে মাদানীনগর মাদরাসায় বয়ান, ১৬ জানুয়ারি রোববার সকালের ফ্লাইটে চট্টগ্রাম বাঁশখালী মদিনাতুল উলুম মাদরাসায় বয়ান ও দোয়ার পর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারীতে বয়ান করে রাতের ফ্লাইটে ঢাকা ফিরে ১৭ জানুয়ারি সোমবার ১২ টার ফ্লাইটে দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা ছিল আল্লামা আরশাদ মাদানীর।