| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন প্রয়োজন হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী


প্রয়োজন হলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে: শিক্ষামন্ত্রী


রহমত ডেস্ক     09 January, 2022     03:23 PM    


 যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বলেন, এখনই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার কথা ভাবছি না। যতদিন সম্ভব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে চাই। তবে আজকে আমাদের বৈঠক আছে। শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে।

রোববার (০৯ জানুয়ারি) দুপুরে সাভারের খাগান এলাকায় ড‍্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৯ম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

দীপু মনি বলেন, ১২ বছরের বেশি বয়সী শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হয়েছে। এসময় পাঠ‍্যবইয়ে ভুলের বিষয়ে মন্ত্রী বলেন, পাঠ‍্যবইয়ে যদি কোনো ভুল হয় সেটি অবশ্যই সংশোধন করা হবে।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন- ড‍্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চ‍েয়ারম‍্যান মো. সবুর খানসহ প্রমুখ।