| |
               

মূল পাতা সারাদেশ মহানগর আমি শামীমের পায়ে হাঁটি না : তৈমূর খন্দকার


আমি শামীমের পায়ে হাঁটি না : তৈমূর খন্দকার


রহমত ডেস্ক     08 January, 2022     07:03 PM    


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার বলেছেন, আমি শামীমের পায়ে হাঁটি না। আমি নিজস্ব জনশক্তিতে হাঁটি। এখন কেউ যদি মনে করে নারায়ণগঞ্জের গণমানুষের চাহিদা পূরণের জন্য আমাকে প্রয়োজন। তারা যদি মনে করে তৈমূর আলম খন্দকারের কাছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিরাপদ, তাহলে তারা সে অনুযায়ী কাজ করবে। যখন শামীম ওসমান তোলারাম কলেজের ভিপি। তখন আমি নারায়ণগঞ্জে একজন ডাকসাইটে শ্রমিক নেতা। আ’লীগের প্রার্থী ডা: সেলিনা হায়াৎ আইভীকে নাকি কেউ সাপোর্ট দেয় না, তাদের এমপি, দলের নেতাকর্মীরা যদি তাকে সাপোর্ট না দেয় সেটা আমার করার কিছু নেই। সিটি করপোরেশনে অতিরিক্ত তিন-চার গুণ ট্যাক্স দিতে গিয়ে তো তারাও ভুক্তভোগী। আমি তো সকলের ভোট চাইবো। আইভী প্রার্থী না হলে আইভীর ভোটও চাইতাম।

আজ (৮ জানুয়ারি) শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নির্বাচনী প্রচারণার সময় ‘তিনি শামীম ওসমানের ক্যান্ডিডেট এবং আইভীকে শামীম ওসমান সমর্থন দেয়নি’- আইভীর এমন অভিযোগের ব্যাপারে তিনি জানতে চাইলে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তৈমূর বলেন, আমি জনগণের প্রার্থী। জনগণের চাহিদার কারণেই আমাকে প্রার্থী হতে হয়েছে। পৌরসভার ও সিটি করপোরেশন ১৮ বছর যাবৎ এক ব্যক্তির হাতে। এতে ঠিকাদারদের সিন্ডিকেট শক্ত হয়েছে কিন্তু নগরবাসীর সেবা বৃদ্ধি পায়নি। ফলে নগরবাসী এখন ঐক্যবদ্ধ। এখানে একেকজন একেক দল করে। কিন্তু ডান-বাম সকলেই আমার পাশে। নারায়ণগঞ্জের নাগরিকদের জিম্মাদারী কার কাছে হেফাজতে থাকবে এটা দেখার দায়িত্বও তাদের। সে হিসেবে তারা সিদ্ধান্ত নেবে। আমি বিএনপি কী বিএনপি না এটা নারায়ণগঞ্জের বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন। আমাকে বিএনপি বহিষ্কার করেনি। তারা আমাকে সুযোগ করে দিয়েছে সকল দলের সমর্থন যেন আমি পাই।

তিনি আরো বলেন,আমি সিটি করপোরেশনকে আমার সন্তানের মতো চালাবো। সাংবাদিকরা আমার সাথে হেঁটে দেখেন। এক শ’ লোক নিয়ে বের হলে হাজার লোক হয়ে যায়। সকল দল-মতের লোক আমার সাথে আসছে। আইভী অ্যাপার্টমেন্ট করছেন, অ্যাপার্টমেন্ট করা সিটি করপোরেশনের কাজ নয়, এটা রাজউকের কাজ। এই অ্যাপার্টমেন্ট বিক্রির স্বচ্ছতা নিয়েও অভিযোগ রয়েছে। এখানে কমিউনিটি সেন্টারসহ সামাজিক স্থাপন করা উচিত ছিল, তারা সেটা করেননি। তারা দোকান-ফ্ল্যাট করে বিক্রি করেছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর