| |
               

মূল পাতা রাজনীতি প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধবংস করে দেওয়া হয়েছে : হাফিজ


প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধবংস করে দেওয়া হয়েছে : হাফিজ


রহমত ডেস্ক     07 January, 2022     03:53 PM    


বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, এই সরকারের আয়ু বেশি দিন আর নেই। এখন অনেক বেশি লোক রাজপথে নামছেন, সাধারণ মানুষও আসছেন। খুব শিগগির পরিবর্তন আসবে। সরকার পরিবর্তনে আমি টানেলের শেষপ্রান্ত দেখতে পাচ্ছি। আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধবংস করে দেওয়া হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নেই, প্রধান বিচারপতিকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। এমন দুঃসহ অবস্থায় একটি অনির্বাচিত সরকার জগদ্দল পাথরের মতো চেপে বসেছে।

আজ (৭ জানুয়ারি) শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে ‘ফেলানী হত্যা দিবস’ উপলক্ষে লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) মোস্তফা জামাল হায়দার, বিএনপির সহ-সম্পাদক অর্পণা রায় দাস, মুক্তিযোদ্ধা দলের শহীদুল ইসলাম চৌধুরী মিলন, লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব ফারুক রহমান প্রমুখ। এতে মূল প্রবন্ধ উত্থাপন করেন মানবাধিকার সংরক্ষণ সংস্থার নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই। 

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগের চেহারা কেমন, তা মুরাদ হাসানের দিকে তাকালে দেখা যাবে। এমন অসংখ্য মুরাদ হাসান রয়েছে। অধিকাংশ মুরাদ আজ পানির নিচে, তাদের চেহারা দেখা যাচ্ছে না। যখন সরকার পরিবর্তন হবে, অসংখ্য মুরাদ হাসানকে দেখতে পাবেন। সেই দিন বেশি দূরে নয়। আওয়ামী লীগ আগামী দিনে আর রাতের ভোট করতে পারবে না। বিশ্বের পরাশক্তির দৃষ্টি আকর্ষিত হয়েছে, একের পর এক নিষেধাজ্ঞা আরোপ হচ্ছে। আরও অনেক নিষেধাজ্ঞা আসবে। তবে এমন নিষেধাজ্ঞা আমাদের জন্য লজ্জার।