| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব জম্মু ও কাশ্মিরে গণভোটের আহ্বান জানাল পাকিস্তান


জম্মু ও কাশ্মিরে গণভোটের আহ্বান জানাল পাকিস্তান


মুসলিম বিশ্ব ডেস্ক     06 January, 2022     10:01 AM    


জাতিসঙ্ঘের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মির অঞ্চলে গণভোটের আহ্বান জানিয়েছে পাকিস্তান। বুধবার তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক থেকে  এমন সংবাদ পাওয়া গেছে।

কাশ্মিরিরা যখন তাদের বার্ষিক আত্ম-নিয়ন্ত্রণাধিকার দিবস পালন করছে তখন জাতিসঙ্ঘের প্রস্তাব অনুসারে জম্মু ও কাশ্মির উপত্যকায় একটি গণভোট আয়োজন করার আহবান জানালো পাকিস্তান। বর্তমানে পাকিস্তান ও ভারত এ কাশ্মির অঞ্চলকে পুরোপুরি নিজেদের বলে দাবি করে আসছে। এছাড়া কাশ্মির অঞ্চলের একটি সামান্য অংশ নিয়ন্ত্রণ করে চীনও।

এ বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার টুইটার অ্যাকাউন্টে বলেন, ১৯৪৯ সালের ৫ জানুয়ারি তারিখে জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ এ বিষয়ে একটি অঙ্গীকার করেছিল যে জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে জম্মু ও কাশ্মির উপত্যকায় একটি গণভোট আয়োজন করা হবে। কিন্তু, এ গণভোট এখনো আয়োজন করা হয়নি।

এছাড়া পাকিস্তানি কর্তৃপক্ষ জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে যেন কাশ্মিরে ভারতের যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অবসান হয়।

সূত্র : ইয়েনি শাফাক