| |
               

মূল পাতা জাতীয় কাতারের লাল তালিকায় বাংলাদেশসহ ৫৭ দেশ


কাতারের লাল তালিকায় বাংলাদেশসহ ৫৭ দেশ


রহমত ডেস্ক     06 January, 2022     02:53 PM    


করোনা সংক্রমণরোধে বাংলাদেশসহ ৫৭ দেশকে লাল তালিকাভুক্ত করেছে কাতার সরকার। এ তালিকায় আরও রয়েছে তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান ও ভারতের মতো দেশসমূহ।

সাম্প্রতিক আপডেট অনুযায়ী নতুন করে তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রও সবুজ তালিকা থেকে লাল তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর দোহা নিউজের।

কাতারের সাম্প্রতিক সংযোজনে লাল তালিকায় থাকা দেশের সংখ্যা বেড়ে ৫৭তে দাঁড়িয়েছে। শনিবার (৮ জানুয়ারি) কাতারি সময় সন্ধ্যা ৭টা থেকে তা কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

লাল তালিকায় থাকা দেশসমূহ থেকে কাতারে গেলে তাদেরকে অবশ্যই ৭২ ঘণ্টা আগে পিসিআর টেস্টের মাধ্যমে কোভিড নেগেটিভ ফল প্রদর্শন করতে হবে। যদি তা না করা হয় তবে তাদেরকে কোয়ারেন্টিনে থাকতে হবে। দুই ডোজ টিকা গ্রহণকারীরাই কাতারে প্রবেশের সুযোগ পাবে। 

অন্যদিকে কাতারে পৌঁছে পিসিআর পরীক্ষার ফল না আসা পর্যন্ত দুদিন হোটেল কোয়ারেন্টিনে থাকতে হবে বলেও জানিয়েছে কাতারি কর্তৃপক্ষ।

তবে কাতারের নাগরিক বা দুই ডোজ টিকা গ্রহণকারীদের জন্য কোয়ারেন্টিনের প্রয়োজন নেই বলেও জানানো হয়েছে।