রহমত ডেস্ক 05 January, 2022 02:42 PM
নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এতে অন্তত পঞ্চাশ জন যাত্রী ছিলো বলে ধারণা করা হচ্ছে। যাত্রীদের অনেকে সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
বুধবার (০৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার ধর্মগঞ্জ খেয়াঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ জানান, 'সকাল ৮টার দিকে ট্রলারটি প্রায় ৫০ জন যাত্রী নিয়ে ধর্মগঞ্জ খেয়াঘাট থেকে বক্তাবলী খেয়াঘাটে আসছিল। প্রচণ্ড কুয়াশায় আশপাশে ভালোভাবে দেখা যাচ্ছিল না। সেসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি লঞ্চ ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। সাঁতরে অনেকে তীরে উঠতে পারলেও নিখোঁজ রয়েছে ৮ থেকে ১০ জন। তাদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, এখনো ৮ থেকে ১০ জন নিখোঁজ রয়েছেন। আমরা উদ্ধার কাজ শুরু করেছি।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ নারায়নগঞ্জ সদর