| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব তেলের মূল্য বৃদ্ধি: বিক্ষোভের মুখে কাজাখস্তান সরকারের পদত্যাগ


তেলের মূল্য বৃদ্ধি: বিক্ষোভের মুখে কাজাখস্তান সরকারের পদত্যাগ


মুসলিম বিশ্ব ডেস্ক     05 January, 2022     12:52 PM    


জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে চলমান বিক্ষোভের মুখে পদত্যাগ করেছে মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশ কাজাখস্তানের সরকার।

বার্তাসংস্থা রয়টার্স জানায়, বুধবার (০৫ জানুয়ারি) কাজাখ সরকারের পদত্যাগের বিষয়টি স্বীকার করেছেন দেশটির রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ।

রাষ্ট্রপতির কার্যালয়ের বিবৃতিতে জানানো হয়, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেশটিতে সহিংস বিক্ষোভ হয় এবং এতে প্রায় ১০০ পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার থেকে এলপিজির নতুন মূল্য বাতিলের দাবিতে প্রতিবাদ শুরু হয়েছিল। পরবর্তী সময়ে সেই প্রতিবাদ সহিংস হয়ে ওঠে। তা অন্য শহরগুলোতে ছড়িয়ে পড়ে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। সেসময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ হয়।

রাষ্ট্রপতি কাসিম-জোমার্ট টোকায়েভ বলেন, যেসব শহরে বিক্ষোভ হয়েছে, সেসব জায়গায় কারফিউ ও চলাচলে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে জরুরি অবস্থা ঘোষণা করার পর পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে।

এর আগে এলপিজির দাম বেঁধে দিয়েছিল কাজাখ সরকার। তবে গত মঙ্গলবার এলপিজির ওপর থেকে সেই প্রাইস ক্যাপ তুলে নেওয়া হয়। এতে অনেকটাই বেড়ে যায় এলপিজির দাম।