মূল পাতা আন্তর্জাতিক ভারতে আবারো মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন
আন্তর্জাতিক ডেস্ক 02 January, 2022 02:10 PM
ভারতে আবারও মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।পুনরাবৃত্তি হলো ছয় মাস আগের এক ঘটনার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, এবারও একটি অ্যাপের মাধ্যমে নারীদের অনুমতি না নিয়ে তাদের ছবি ব্যবহার করে নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে।
এর আগে সুল্লি ডিলস নামে একটি অ্যাপেও ভারতে মুসলিম নারীদের নিলামে বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। আর ওই অ্যাপেও নারীদের অনুমতি না নিয়েই তাঁদের ছবি ব্যবহার করা হয়েছিল। এবারও ওই অ্যাপ ক্লোন করে তৈরি করা হয়েছে বুলি বাই। এমন অ্যাপে কোনো ঘটনা না ঘটলেও নারীদের হয়রানি করার জন্যই খোলা হয়।
জানা গেছে, ওই অ্যাপটিতে শত শত মুসলিম নারীর ছবি তাদের অনুমতি ছাড়াই আপলোড করা হয়েছে। এই ছবিগুলি সংগ্রহ করা হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে। এবং পণ্যের মতো ওই নারীদের দাম নির্ধারণ করা হয়েছে। নিলামে তুলে তাদের বিক্রি করারও উদ্যোগ নেয়া হয়েছে। অথচ, এসবের কিছুই জানতে পারেননি ছবি ব্যবহার করা ওইসব নারীরা।
ভারতের দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসমত আরা নামে এক সাংবাদিক এ নিয়ে মামলা করার পর তদন্ত করা হচ্ছে। এ ছাড়া মহারাষ্ট্রের এমপি প্রিয়াঙ্কা চতুর্বেদি জানিয়েছেন, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।
একজন কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুলি বাই নামের অ্যাপটি নিয়ে মুম্বাই পুলিশের সাইবার ইউনিট তদন্ত শুরু করেছে।
সূত্র : পিটিআই