| |
               

মূল পাতা শিক্ষাঙ্গন বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ও ফি ঘোষণা


বেফাকের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ও ফি ঘোষণা


রহমত ডেস্ক     02 January, 2022     09:27 PM    


বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা ও ফি জমাদানের তারিখ ঘোষণা করা হয়েছে। বেফাকের কিতাব বিভাগের পরীক্ষা ৯ মার্চ (৫ শাবান) বুধবার থেকে শুরু হবে। শুক্রবারসহ মোট আট দিনে পরীক্ষা শেষ হবে। এছাড়া তাফসীরুল কুরআন ও ইলমুত তাজবীদ ওয়াল কিরাআতের পরীক্ষা ১১ মার্চ শুরু হবে। নাজেরার পরীক্ষা ১১ মার্চ শুরু হবে।চাঁদের তারিখে অমিল হলে পরীক্ষা শুরুর তারিখ ৯ মার্চ চূড়ান্ত বলে বিবেচিত হবে। শনিবার (১ জানুয়ারি) বেফাকের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আমিনুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যেক জামাতের ফি-এর বিবরণ :-

No description available.

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে,  ফি জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জুমাদাল উখরা এবং বিলম্বের ক্ষেত্রে শতকরা ১০% হারে বিলম্ব ফিসহ ৩০ জুমাদাল উখরা পর্যন্ত ফি জমা দেয়া যাবে। পরীক্ষার ফি জমা দেওয়ার ফরম জুমাদাল উখরার প্রথম সপ্তাহের শেষ দিকে প্রত্যেক কেন্দ্রে বিতরণ শুরু হবে। ৭ জুমাদাল উখরা থেকে প্রত্যেক মাদ্রাসা নিজ নিজ কেন্দ্রে যোগাযোগ করে ফরম সংগ্রহ করার কথা বলা হয়েছে।