রহমত ডেস্ক 31 December, 2021 06:29 AM
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, বিশ্বে খেলাফত ব্যবস্থা চালু না থাকায় পৃথিবীর সর্বত্র চলছে অরাজকতা। মারামারি -কাটাকাটি। অন্যদিকে সূদের রাজ্যে পুরো পৃথিবী সয়লাব।মানুষ দিশেহারা।বাঁচার জন্য কখনোবা গ্রহণ করছে সমাজতন্ত্র মতবাদ, কখনোবা গণতন্ত্র। কিন্তু কোন তন্ত্রই মানুষকে মুক্তি ও শান্তি দিতে পারেনি। একমাত্র খেলাফত প্রতিষ্ঠা-ই মানব জাতির যাবতীয় সমস্যার সমাধান দিতে পারে।
শুক্রবার (৩১ ডিসেম্বর) সকালে লালবাগ কেল্লার মোড়স্থ খেলাফত মিলনায়তনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর-এর মজলিসে আমেলার এক জরুরি বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহানগর নায়েবে আমীর মাওঃ ফিরোজ আশরাফী, মাওঃ মাহবুবুর রহমান, মাওঃ আখতারুজ্জামান আশরাফী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবুল হাসান কাসেমী, প্রচার সম্পাদক মুফতি জসিম উদ্দিন, অর্থ সম্পাদক মুফতি আবুবকর, দফতর সম্পাদক সাইফুল ইসলাম জামালী, মুফতি মাহফুজুর রহমান, ইঞ্জিনিয়ার শামসুর রহমান, মাওলানা জাফর আহমদ ও জনাব আব্দুর রব প্রমুখ।
বৈঠকে জানুয়ারি ও ফেব্রুয়ারীর শুরু দিকে ঢাকা মহানগরের থানা সমূহের কমিটি নবায়ন ও পূণর্গঠন করা এবং ফেব্রুয়ারীর মাঝামাঝি কর্মীসম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়।