| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি ভারতে গণহত্যার ডাকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস


ভারতে গণহত্যার ডাকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে : খেলাফত মজলিস


রহমত ডেস্ক     26 December, 2021     11:52 PM    


সম্প্রতি ভারতের উত্তরাখন্ড রাজ্যে উগ্রহিন্দুত্ববাদী কর্তৃক ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর গণহত্যা চালানোর ডাক দেয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে দলের সহ- প্রচার সম্পাদক স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এসব কথা বলেন।

নেতৃদ্বয় বলেন, মুসলমানদের উপর গণহত্যা পরিচালনার মত মানবতা বিরোধী অপরাধের দিকে আহ্বান ঘৃণ্য মানসিকতা বহি:প্রকাশ। এ ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে বিশ্বাসীকে সোচ্চার হতে হবে। ভারতের সংখ্যালঘু মুসলমানদের জান-মাল ইজ্জত মারত্মক হুমকীর সম্মুখীন। মুসলমানদের উপর কোন জুলুম নির্যাতন বিশ্ব মুসলিক কোনভাবেই বরদাস্ত করবে না। ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের এ ঘৃণ্য মানসিকতার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনসমূহসহ শান্তিকামী সকল মানুষকে সোচ্চার হতে হবে। অবিলম্বে ভারতের মুসলামদের উপর গণহত্যা চালানোর ডাক দেয়ার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং সেদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর জুলুম