রহমত ডেস্ক 25 December, 2021 02:28 PM
খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী জীবন বিধান বাস্তবায়নের বিকল্প নেই। খেলাফত মজলিস দেশে ইসলামী আদর্শের ভিত্তিতে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক ও জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠায় প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আগামী ৩১ ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে খেলাফত মজলিসের সাধারণ পরিষদের একাদশ অধিবেশন বাস্তবায়নের মাধ্যমে দীন প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে।
আজ (২৫ ডিসেম্বর) শনিবার সকাল ১০টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ পরিষদের একাদশ অধিবেশন বাস্তবায়ন কমিটির বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে সুগন্ধা নদীতে বরগুনাগামী ‘অভিযান-১০’ লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতের রুহের মাগফিরাত কামনা করে ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
বাস্তায়ন কমিটির আহ্বায়ক সংগঠনের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আীলর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, এডভোকেট মোঃ মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, মাওলানা আবদুল হক আমিনী, তাওহিদুল ইসলাম তুহিন, ইসলামী ছাত্র মজলিনের সেক্রেটারী জেনারেল বিলাল আহমদ চৌধুরী, মো: আবুল হোসাইন, মাওলানা আজীজুল হক, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান, মাওলানা ফারুক আহমদ ভূইয়া, মাহবুবুর রহমান চৌধুরী, মাওলানা সরদার নেয়ামত উল্লাহ, মুজিবুল হক, এবিএম শহীদুল ইসলাম, আহসান আহমেদ খান, নূর মুহাম্মদ প্রমুখ।