| |
               

মূল পাতা সাহিত্য ৩০ ডিসেম্বর থেকে জামিয়া নূরিয়ায় তিনদিন ব্যাপী কিতাবমেলা শুরু


৩০ ডিসেম্বর থেকে জামিয়া নূরিয়ায় তিনদিন ব্যাপী কিতাবমেলা শুরু


রহমত ডেস্ক     25 December, 2021     12:55 PM    


সারাদেশে তৃণমূল পর্যায়ে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে মাকতাবাতুল আযহারের ঊদ্যোগে ৩ দিন ব্যাপী ২৮ তম ধারাবাহিক আঞ্চলিক কিতাবমেলা রাজধানী ঢাকার কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ায় আগামী ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর থেকে থেকে ০১ জানুয়ারি ২০২২ শনিবার রাত পর্যন্ত অনুষ্ঠিত হবে।

কিতাবমেলা উদ্বোধন করবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত ও জামিয়া নূরিয়া ইসলামিয়ার মুহতামিম আল্লামা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর।

কিতাবমেলায় আরবি ও উর্দু কিতাবে বিশেষ মূল্যছাড় পাওয়া যাবে। সব ধরনের বাংলা বইয়ে ৫৫% পর্যন্ত মূল্যছাড় মিলবে।

কিতাবমেলা অংশগ্রহণ করবে : মাকতাবাতুল আযহার, মাকতাবাতুল ইসলাম, মাকতাবাতুল হেরা, গাউছিয়া পাবলিকেশন্স, আকিক পাবলিকেশন্স, শুদ্ধি ও অর্পণ প্রকাশন।

কিতাবমেলায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে : রহমত২৪ ডটকম, রকমারি ডটকম, ওয়াফি লাইফ, কুইককার্ট।

সার্বিক যোগাযোগ : ০১৯১২-৩৯৫৩৫১, ০১৯২৪০৭৬৩৬৫।