| |
               

মূল পাতা জাতীয় রাজনীতি লঞ্চে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে : শ্রমিক আন্দোলন


লঞ্চে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপুরণ দিতে হবে : শ্রমিক আন্দোলন


রহমত ডেস্ক     25 December, 2021     07:15 PM    


ঝালকাঠির সুগন্ধা নদীতে রাজধানী ঢাকা থেকে ছেড়ে যাওয়া বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকাণ্ডে শতাধিক মানুষের প্রাণহাণির ঘটনায় গভীর শোক প্রকাশ করে নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়েছেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপত্বি মুহাম্মদ আমিনুল ইসলাম ও সেক্রেটারী জেনারেল হাফেজ মাওলানা ছিদ্দিকুর রহমান। আজ (২৫ ডিসেম্ব) শনিবার এক বিবৃতিতে নেতৃদ্বয় এই দাবি জানান।

তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃদ্বয় বলেন, নৌপথে একের পর এক লঞ্চ দুর্ঘটনায় অসংখ্য মানুষের করুণ মৃত্যুর ঘটনা ঘটে চলার পরও নৌ-পরিবহন কর্তৃপক্ষের নির্লিপ্ত ভূমিকা শুধু দায়িত্ব পালনে অবহেলা ও গাফিলতিই নয়, এখন তা অপরাধের পর্যায়ে উপনীত হয়েছে। তারা যাত্রীবাহী লঞ্চগুলো পরীক্ষা করে যান্ত্রিক ত্রুটিযুক্ত লঞ্চগুলোর লাইসেন্স বাতিল করার দাবি জানান। এই শোক সহ্য করার মতো নয়। লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়স্পর্শী বেদনাদায়ক। লঞ্চে অগ্নিদগ্ধ হয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন নেতৃদ্বয়। সেইসাথে ঘটনার আসল রহস্য উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।