রহমত ডেস্ক 24 December, 2021 06:30 PM
ঢাকা থেকে বরগুনা গামী এম ভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। আজ (২৪ ডিসেম্বর) শুক্রবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
আগুনে পুড়ে মৃত্যু ব্যাক্তিদের শাহাদাতের মর্যাদা কামনা করে হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে এক শোক বার্তায় আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, লঞ্চের ইঞ্জিনের দায়িত্বে থাকা লোকজনের গাফিলতির তথ্য পাওয়া গেলে চালকসহ অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নিতে হবে। একটি তদন্ত প্রতিবেদন অনুযায়ী ইঞ্জিনের কামরায় আগুন লাগার পরও নদির তীরে না ভিড়িয়ে কেন নলছিটি থেকে ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা দিল এবং প্রায় ১ ঘন্টা চালানো হলো এটা তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রতিটি জলজানে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখা সহ যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিবৃতিতে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পরিবারদের কে যথেষ্ট পরিমান ক্ষতিপুরন দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।