আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা 21 December, 2021 12:39 AM
বগুড়ার আদমদীঘির সান্তাহারে অভিযান চালিয়ে ১২৫টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে। এ সময় দোকনের স্বত্বাধিকারী আব্দুল হান্নান ও কর্মচারী সোহেল রানা নামের দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সান্তাহার বাস স্ট্যান্ডে মোবাইল সার্ভেসিংয়ের ওই দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গত ৩ ডিসেম্বর উপজেলার ডহরপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মিঠুর বাড়ির আলমারীর ড্রয়ার ভেঙে নগদ ৭২ হাজার টাকা ও একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে পুলিশ তদন্তকালে মঙ্গলবার (২১ ডিসেম্বর) সান্তাহার হান্নান মোবাইল সার্ভিসিং সেন্টার অভিযান চালিয়ে ১২৫টি চোরাই মোবাইলফোন উদ্ধারসহ উপজেলার সান্দিড়া গ্রামের আলাউদ্দীনের ছেলে আব্দুল হান্নান ও নওগাঁ জেলার রানীনগরের বালুভরা গ্রামের জাহাঙ্গীরের ছেলে সোহেল রানাকে (২৬) গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) সোলাইমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর জেল হাজতে পাঠানো হয়েছে।
/জেআর/